রংপুর মেট্রোপলিটন পুলিশের পরশুরাম থানা পুলিশ বালাকোয়ার তিনরাস্তার মোড়ে জনৈক মোঃ আবদুল করিম এর সবজি দোকান সংলগ্ন রাস্তা হতে ২০ লিটার দেশীয় তাড়িসহ আসামি মোঃ জাহাঙ্গীর আলম(৩৩), পিতা-মোঃ আকাব্বার হোসেন, সাং-উত্তর নীলকন্ঠ, থানা-পরশুরাম, মোঃ মুকুল মিয়া(৪০), পিতা-মোঃ মজিবর রহমান, মোঃ মানিক মিয়া(৩৮), পিতা-মৃতঃ আঃ রহমান, উভয় সাং-নিউ জুম্মাপাড়া, থানা-কোতয়ালী, মহানগর কে হাতেনাতে গ্রেফতার করা হয়। পরশুরাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন মামলা রুজু করা হয়।
রংপুর মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানা পুলিশ উত্তর আশরতপুর জনৈক রহিম কাজী এর বাড়ী সংলগ্ন রাস্তা হতে ৪ পিস ইয়াবাসহ আসামি মোঃ কবির শেখ @ ছেদী (৩৩) পিতা-মৃত জহির শেখ, মাতা-মোছাঃ শাকিলা বেগম সাং-সাজাপুর (বীরেন দোকানদারের বাড়ির পার্শ্বে), রংপুর মহানগর, কে হাতেনাতে গ্রেফতার করা হয়। তাজহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন মামলা রুজু করা হয়।
রংপুর মেট্রোপলিটন পুলিশের হারাগাছ থানাধীন আসামি মোঃ রেজাউল ইসলাম (৩৬), পিতা-মৃত-জমির উদ্দিন, সাং-চাঁনকুঠি মধ্যপাড়া, থানা-হারাগাছ, রংপুর মহানগর, রংপুর এর বসতবাড়ির হতে ২০ গ্রাম গাঁজাসহ তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়। হারাগাছ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন মামলা রুজু করা হয়।
রংপুর মেট্রোপলিটন পুলিশের আওতাধীন থানাসমূহ রংপুর মেট্রোপলিটন পুলিশের মামলায় এবং গ্রেফতারী পরোয়ানাভূক্ত, কোতোয়ালি থানায়-৫ জন, তাজহাট থানায়-২ জন, মাহিগঞ্জ থানায়-১ জন, হারাগাছ থানায়-২ জন, পরশুরাম থানায়-৩ জন, হাজিরহাট থানায়-১ জন এবং গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক-৬ জনসহ ২০ জন আসামীকে গ্রেফতারপূর্বক আদালতে সোপর্দ করা হয়।
রংপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ(উত্তর ও দক্ষিণ) কর্তৃক সড়ক পরিবহন আইন-২০১৮ এর আওতায় আইন অমান্যকারীদের বিরুদ্ধে ২৫৯ টি মামলা দায়ের করা হয়।