গাজীপুরের কাপাসিয়ায় প্রাথমিক ও এবতেদায়ী সমাপনী পরিক্ষায় মোবাইলে ছবি উঠিয়ে কেন্দ্রের বাইরে নিয়ে প্রচার করায় আল-আমীন নামে এক শিক্ষককে ভ্রাম্যমান আদালত ৫০ হাজার টাকা জরিমানা করেছেন। ১৮ নভেম্বর সোমবার সন্ধ্যায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা : ইসমত আরা তার কার্যালয়ে এ রায় প্রদান করেন।
জানা যায়, প্রাথমিক পর্যায়ে অনুষ্ঠিত পরিক্ষার দ্বিতীয় দিনে এবতেদায়ী শাখার বাংলা পরিক্ষায় উপজেলার সিংহশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে হাড়িয়াদী হোসাইনিয়া দাখিল মাদরাসার শিক্ষক আল-আমীন তার দায়িত্বের ফাঁকে মোবাইলে প্রশ্নের ছবি উঠায়। সুযোগবুঝে সে কেন্দ্রের বাইরে গিয়ে তা প্রচার করেন। বিষয়টি জানাজানি হলে কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত অন্যান্য শিক্ষকরা তাকে আটক করেন এবং উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা: ইসমত আরা কেন্দ্র পরিদর্শণ করেন এবং ঘটনার সত্যতা যাচাই করেন। পরে সন্ধ্যায় তাঁর কার্যালয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে অভিযুক্ত সহকারি শিক্ষক আল-আমীনকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। এ সময় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন। উল্লেখ, গত ১৭ নভেম্বর শুরু হয়ে একযুগে সারাদেশে প্রাথমিক ও এবতেদায়ী পর্যায়ে সমাপনী পরিক্ষা চলছে। কাপাসিয়া উপজেলায় ১৮টি কেন্দ্রের মাধ্যমে প্রাথমিকে ৫ হাজার ৬০৪জন এবং এবতেদায়ী পর্যায়ে ১ হাজার ৬৯জন পরিক্ষার্থী অংশগ্রহণ করছে।