মোবাইল ফোন কিনে না দেয়ায় বাবার সাথে অভিমান করে আত্মহত্যা করেছে স্কুল ছাত্র মেহেদি (১৭)। ঘটনাটি ঘটেছে সোমবার বিকেলে সাতগাড়া মিস্ত্রীপাড়া এলাকায়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ পোষ্টমর্টেমের জন্য মর্গে প্রেরণ করেছে।
পুলিশ জানায়, কেরানীপাড়া উচ্চবিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্র ও সাতগাড়া মিস্ত্রীপাড়া এলাকার মাহবুব হোসেনের পুত্র মেহেদি (১৭) দীর্ঘদিন থেকে মোবাইল ফোন কিনে নেয়ার বায়না করছিল। মোবাইল ফোন না পেয়ে বাবার সাথে অভিমান করে ঘরের দরজা বন্ধ করে থাকে। বিকেলের দিকে কোন সাড়া শব্দ না পেয়ে বাবা দরজা ভেঙ্গে ভেতরে ঘরের মাচার সাথে রশি দিয়ে আত্মহত্যা অবস্থায় ছেলেকে দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
আরপিএমপি কোতোয়ালি থানার এসআই জিয়াউর রহমান জানান, বাবার সাথে অভিমান করে স্কুল ছাত্র মেহেদি আত্মহত্যা করেছে। লাশ সুরতহাল শেষে পোষ্টমর্টেমের জন্য প্রেরণ করা হয়েছে।