পঞ্চগড় শহরের কাজী ফার্মস লিমিটেডের জোনাল অফিসে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। সোমবার দুপুরে ৬-৭ জনের একটি দল অফিসে প্রবেশ করে অফিসের হিসাব শাখার মো: নাজিম উদ্দীনকে মারধর করে। অফিসের অন্যান্য লোকজন তাদের শান্ত হয়ে কথা বলার অনুরোধ জানালে তাদেরও আহত করেন তারা। একপর্যায়ে ৪ তলা থেকে নেমে যাওয়ার সময় অফিসের কম্পিউটার টেবিল চেয়ারসহ বিভিন্ন আসবাবপত্র ভাংচুর করে। এ হামলায় গুরুতর আহত হিসাব এক্সিউকিটিভ নাজিম উদ্দীন ও অ্যাকাউন্ট কর্মকর্তা হারুনুর রশিদ পঞ্চগড় সদর হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন। আরো আহত ৪ জন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে অফিসে ফিরেছেন।
তবে এ হামলার কারণ সর্ম্পকে কাজী ফার্মস কর্তৃপক্ষ কিছু জানাতে না পারলেও অফিসের সিসি টিভি ফুটেজ দেখে দুজনকে চিহ্নিত করতে পেরেছেন। চিহ্নিতরা হলেন, মোস্তফা ও আফজাল।
এ ব্যাপারে কাজী ফার্মস লিমিটেডের ডেপুটি ম্যানেজার এডমিন মো: আকরামুজ্জামান বলেন, হামলার খবর পেয়ে আমি সদর থানার সহযোগিতা চেয়ে ফোন করি। পুলিশ ঘটনাস্থলে আসার আগেই হামলাকারীরা চলে যায়। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।