রাজশাহীর বাঘা উপজেলার হরিরামপুর পদ্মায় ইঞ্জিনচালিত একটি নৌকা জব্দ করা হয়েছে। এ ছাড়া ৩ হাজার ৯২৫ পিচ ইয়াবাসহ মিনারুল ইসলাম (২৫) নামের একজন ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মীরগঞ্জ বিজিবি। মিনারুল ইসলাম উপজেলার আলাইপুর মহাজন পাড়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে।
মীরগঞ্জ বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার আবদুল মান্নান বলেন, গত রোববার (১৭ নভেম্বর) বিকেলে পদ্মায় নৌকায় করে ইয়াবা নিয়ে বাঘার দিকে আসার পথে নৌকা জব্দ করা হয়। এ সময় ব্যবসায়ী মিনারুলকে গ্রেফতার করা হয়। নৌকা ও ইয়াবার আনুমানিক মূল্যে প্রায় ১২ লক্ষ ৭০ হাজার ৫০০ টাকা। এরমধ্যে নৌকার মূল্যে এক লক্ষ টাকা।
বাঘা থানার ডিউটি কর্মকর্তা এএসআই জয়নাল আবেদীন বলেন, এ বিষয়ে মীরগঞ্জ বিজিবির পক্ষ থেকে ভোলা হোসেন নামের একজনকে পলাতক দেখিয়ে দুইজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তবে মিনারুল ইসলামকে সোমবার বাঘা থানার পুলিশের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।