রুবি এখন আত্মনির্ভরশীল। রংপুরের দেওডোবায় বসে স্বযতেœ করছেন দর্জি বা সেলাইয়ের সব কাজ। থ্রিপিচ, ফ্রগ, ব্লাউজ, পেডিকোট থেকে শুরু করে মেয়েদের সব রকমের সেলাই কাজ করে প্রতি মাসে মোটা অংকের অর্থ উপার্জন করছেন একদা কর্মহীন এই নারী। মুসলিম এইড ও ইকো ইউএসএর ৩ মাসের একটি ফ্রি সেলাই প্রশিক্ষণ পাল্টে দিয়েছে রুবির জীবন। তিনি এখন আর অর্থকষ্টে ভোগেন না। বরং নিজের প্রয়োজনীয় সব রকম চাহিদা মেটাতে সক্ষম। সদা অর্থকষ্টে ভোগা রুবির পরিবার আর্থিক সহযোগিতা পেয়ে দারুন উচ্ছ্বসিত। তিনি মনে করেন মুসলিম এইড ও ইকো ইউএসএর এই সহযোগিতা তার সংসারে নতুন আলোর সন্ধান দিয়েছে।
রংপুুর জেলার তামপাট এলাকার মৃত: আশরাফ উদ্দিনের ৮ ভাই বোনের মধ্যে রুবি ৪র্থ। পরবর্তীতে তার বিয়ে হয় দেওডোবা মমদেল হোসেনের সঙ্গে। প্রথম দিকে তার স্বামী মমদেল হোসেন বাস টার্মিনাল রংপুরে একটি হোটেলের পাশে পানের দোকান দিয়েছিল। এই দিয়ে পরিবারের ০৫ জন সদস্য, স্বাশুড়ী ও দুই মেয়ে নিয়ে তাদের পরিবার। কোন রকম দুবেলা দু মুঠো খেতে পারত। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস তার সেই পানের দোকানটি বেশিদিন থাকলো না। রাস্তার কাজ সম্প্রসারণ করার সাথে তার পানের দোকানটি চলে যায় রাস্তার মধ্যে। লেখাপড়া জানা রুবি বেগম নিজের পায়ে দাঁড়ানোর বহু বার চেষ্টা করেছেন। কিন্তু অভিজ্ঞতা বা হাতের কাজ না জানার কারণে তাকে কেউ কাজ দিতে রাজি হয়নি। এই অবস্থায় রুবি প্রতিবেশীর মাধ্যমে সন্ধান পান রংপুর মুসলিম এইড এর ৩ মাস মেয়াদী ফ্রি সেলাই প্রশিক্ষণ কার্যক্রমের।
বিস্তারিত খোঁজ খবর নেওয়ার পর তিনি গত জুলাই - সেপ্টেম্বর/১৮ মাসে ইকো ইউএসএর আর্থিক সহযোগিতায় মুসলিম এইড রংপুর সেন্টারে ৩ মাসের ফ্রি সেলাই প্রশিক্ষণ কোর্সে ভর্তি হন। প্রশিক্ষকের নিবিড় তত্ত্ববধানে ৩ মাস হাতে কলমে সেলাই প্রশিক্ষণ গ্রহণ করেন রুবি। বিশেষ করে মহিলাদের সকল ব্যবহায পোশাক (প্রায় ২৫টির) কাজ তিনি হাতে কলমে প্রশিক্ষণ নিয়ে নিজেকে দক্ষ করে তোলেন। আর এই প্রশিক্ষণই পাল্টে নিজের রুবির জীবন। প্রশিক্ষণ চলাকালীন ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় দিয়ে তিনি একটি সেলাই মেশিন ক্রয় করেন। মুসলিম এইড এর প্রশিক্ষণ আর একটি মাত্র সেলাই মেশিনকে অবলম্বন করে শুরু হয় রুবির জীবনের উন্নয়নের যাত্রা। মুহুর্তে পাল্টাতে শুরু করে তার অতীত। রুবি নিজের প্রয়োজনীয় জিনিষপত্র বানানোর পাশাপাশি ঘরে বসে প্রতিবেশীদের অর্ডারের কাজ শুরু করেন। পরিচিতি বাড়ার সাথে সাথে তিনি রংপুর শহরের দেওডোবা, বড়বাড়ী, বাস টার্মিনাল এলাকার বিভিন্ন তৈরী পোষাকের দোকান থেকেও অর্ডার পেতে শুরু করেন। বর্তমানে প্রতিমাসে প্রায় ৬ -৭ হাজার টাকা আয় করছেন। নিজ বসত ঘরের একটি কামরাকে কারখানা বানিয়ে সেখানেই চলছে তার দর্জি বা সেলাইয়ের কার্যক্রম। পাশাপাশি স্বামী মমদেল হোসেনকে কে কাজে লাগিয়ে গড়ে তুলেছেন ছোট্র কাপড়ের দোকান। রুবি বলেন, সব খরচ বাদে প্রতি মাসে তার ৫ -৬ হাজার টাকা আয় হচ্ছ্।ে এই দিয়ে দুই মেয়ের নালন্দা ইন্টার ন্যাশনাল স্কুলের পড়াশুনার খরচ যোগাচ্ছেন। তার স্বপ্ন ভবিষ্যতে আরো বড় কিছু করার। এইজন্য তিনি ইকো ইউএসএ ও মুসলিম এইড কর্তৃপক্ষের কাছে আরো সহায়তা কামনা করেন তার কাজের পরিসরকে বৃদ্ধি করার জন্য।
রুবি জানান, একদিন নিজেই বাসায় গৃহিনীর কাজ করেছি কিন্তু স্বামীর বেকারত্বের কারণে মুসলিম এইড এ কাজ শিখে এখন নিজে মানুষকে কাজ দিতে পারছি। নিজে যেমন স্বাবলম্বি হতে পেরেছি, তেমনি অন্যকে বেঁচে থাকার স্বপ্ন দেখাতে উৎসাহিত করছি। এটাই আমার জীবনের বড় পাওয়া। মুসলিম এইড ও ইকো ইউএসএর ৩ মাসের ফ্রি প্রশিক্ষণ আমার মতো বহু নারীর ভাগ্য পরিবর্তনে সহায়তা করছে। এইজন্য আমি ইকো ইউএসএ ও মুসলিম এইড কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। একই সাথে সমাজের পিছিয়ে পড়া ও অসহায় গরিব মানুষের কর্মদক্ষতা বাড়ানোর যে প্রচেষ্টা তারা গ্রহণ করেছেন তা অব্যাহত রাখার দাবি জানাই।