রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে(রমেক) ওয়ার্ল্ডপ্রিম্যাচিওরিটি ডে উপলক্ষে গোল টেবিল আলোচনা আয়োজন করেছে হাসপাতাল মিলনায়তনে। সোমবার বিকেল ইউনিসেফএর সহযোগিতায় রমেক পরিচালক ডাঃ মোঃ ফরিদুলইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর স্বাস্থ্য বিভাগীয় পরিচালক ডাঃ মোস্তোফা খালেদ আহমেদ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিসেফ রংপুর ফিল্ড অফিসের প্রধান নাজিবুল্লাহ হামীম। ইউনিসেফ এর স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ নাজমুন নাহারের সঞ্চালনায় এ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন রংপুরের সিভিল সার্জন ডাক্তার হিরম্ভ কুমার রায়, রংপুরের পরিবার পরিকল্পনা বিভাগীয় পরিচালক ডাঃ দেলোয়ার হোসেন, রংপুর সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ কাম্রুজ্জামান ইবনে তাজ, রংপুর মেডিক্যাল কলেজের শিশু বিভাগীয় প্রধান ডাঃ বিকাশ মজুমদার, প্রাইম মেডিক্যাল কলেজের শিশু বিভাগীয় প্রধান ডাঃচঞ্চল মন্ডল, রমেক কনসাল্টেন্ট ডাঃ মনিকা মজুমদার, ডাঃ রৌশন আরা, ডাঃ জাহিদুর রহমান প্রমূখ।
প্রধান অতিথি বলেন প্রতিবছর প্রায় দেড় কোটি শিশু সায়ত্রিশ সপ্তাহের আগেই অপরিপক্ব অবস্থায় জন্ম নেয় যার মধ্যে দশ লক্ষ শিশু এ-সংক্রান্ত জটিলতায় মারা যায়।বাংলাদেশে প্রতি বছর ছয় লক্ষের বেশি শিশু (মোট শিশু জন্মের ১৯ শতাংশ)সায়ত্রিশসপ্তাহেরআগেইঅপরিপক্বঅবস্থায় জন্ম নেয় যার মধ্যে তেইশ হাজারের বেশি সংখ্যক শিশু এ-সংক্রান্ত জটিলতায় পাঁচ বছর পূর্ণ হওয়ার আগেই মারা যায়।নবজাতক শিশু মৃত্যুর ৩১ শতাংশ কেবলমাত্র নির্দিষ্ট সময়ের আগে জন্ম সংক্রান্ত জটিলতায় হয়ে থাকে। গোলটেবিল আলোচনায় রংপুর বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতাল থেকে আসা স্বাস্থ্য বিশেষজ্ঞগণ কম বয়সে গর্ভাবস্থা,ইনফেকশন, ডায়বেটিস এবং উচ্চ রক্তচাপকে সায়ত্রিশসপ্তাহেরআগেইঅপরিপক্বঅবস্থায় জন্ম নেয়ার কারণ হিসেবে উল্লেখ করেন। অনুষ্ঠানে বিশেষজ্ঞ আলোচকগণ উন্নত মানের প্রসব পূর্ববর্তী সেবা, পুষ্টি, গর্ভাবস্থায় ইনফেকশন শনাক্তকরণ ও চিকিৎসা নিশ্চিত করা, ডায়বেটিস এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রন, পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণ এবং জন্ম পরবর্তী নবজাতক ও মাতৃসেবা নিশ্চিত করার মাধ্যমে অপরিপক্বঅবস্থায় শিশু জন্ম নেয়ার প্রতিকার ও চিকিৎসার ওপর গুরুত্ব দেন। ইউনিসেফ রংপুর ফিল্ডঅফিসের প্রধান নাজিবুল্লাহ হামীম তার বক্তব্যে যথাসময়ে সুস্থ নবজাতক জন্ম, নিরাপদ প্রসব ও মাতৃত্ব নিশ্চিত করতে উন্নত মানের স্বাস্থ্য সেবা সহ জনগণের মধ্যে সচেতনতা বাড়ানোর আহবান জানান। তিনি গর্ভবতী মায়ের যতেœ পরিবারের সবার ভূমিকা নেয়ার ওপর গুরুত্ব দেন। সেইসাথে অকাল গর্ভাবস্থা রোধে বাল্য বিয়ে দূরীকরণের কথা বলেন।অনুষ্ঠানে আলোচকবৃন্দ স্বাস্থ্য সেবা প্রদান কারীদের সক্ষমতা বাড়ানো, জনগণের মধ্যে সচেতনতা বাড়ানো, সরকারের ক্যাঙ্গারু মাদার কেয়ার কর্মসূচি বিভাগীয় শহরের বাইরে ছড়িয়ে দেয়া এবং নবজাতকের নিবিড় পরিচর্যা কেন্দ্রের সংখ্যা ও গুণগত মান নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন। প্রতি বছর ১৭ নভেম্বর বিশ্ব ব্যাপী ওয়ার্ল্ড প্রিম্যাচিওরিটি ডে উদযাপিত হয় নিরাপদ ওসুস্থন বজাতকের জন্ম নিশ্চিত করার জন্য।