রংপুর মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানা পুলিশ তাজহাট থানাধীন ২৮নং ওয়ার্ডস্থ তাজহাট কিন্ডার গার্ডেন স্কুলের সামনে হতে ১০ পিস ইয়াবাসহ আসামি মোঃ সোহাগ হোসেন (২৩) পিতা-মোঃ দুলু শেখ, সাং-তাজহাট (স্কুলের মোড়) ওয়ার্ড নং-২৮, থানা-তাজহাট, রংপুর মহানগর, রংপুর-কে হাতেনাতে গ্রেফতার করা হয়। তাজহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ধারায় মামলা রুজু করা হয়।
রংপুর মেট্রোপলিটন পুলিশের আওতাধীন থানাসমূহ বিভিন্ন মামলায় এবং গ্রেফতারী পরোয়ানাভূক্ত, কোতোয়ালি থানায়-৩ জন, তাজহাট থানায়-১ জন, মাহিগঞ্জ থানায়-৭ জন, হারাগাছ থানায়-২ জন এবং হাজিরহাট থানায়-১ জনসহ মোট-১৪ জন আসামীকে গ্রেফতারপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
রংপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ(উত্তর ও দক্ষিণ) কর্তৃক সড়ক পরিবহন আইন-২০১৮ এর আওতায় আইন অমান্যকারীদের বিরুদ্ধে ২৪৪ টি মামলা দায়ের করা হয়। বিষয়টি নিশ্চিত করেন মোঃ আলতাফ হোসেন, সহকারী পুলিশ কমিশনার (ডিবি এ- মিডিয়া), রংপুর মেট্রোপলিটন পুলিশ রংপুর।