মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাষানীর ৪৩ তম ওফাত বার্ষিকী পালিত হয়েছে। ভূরুঙ্গামারীর গোপালপুর গ্রামে ভাষানীনগরে রোববার সারাদিনব্যাপী নানা কর্মসূচীর মাধ্যমে ১৭ই নভেম্বর দিবসটি পালন করা হয়। ভাষানীর জীবনাদর্শের আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভাষানীর দৌহিত্র মনির খান ভাষানী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান শাহানারা বেগম মীরা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড সদস্য ওসমান গনী, শিক্ষক ও গণমাধ্যম কর্মী এস এম গোলাম মোস্তফা, কাদরিয়া তরিকার খাদেম রেজ্জাকুল আলম লেলিন মাস্টার, ভাষানী ভক্ত অনুসারী মোঃ ইউনুস আলী প্রমুখ। ভাষানী ভক্ত মিজানুর রহমানের সঞ্চলনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়। হাজার হাজার আশেকান জাকেরান ভাই বোনের অংশগ্রহণে রাতে আখেরী মুনাজাত শেষে তবারক বিতরণ করা হয়। উল্লেখ্য, ভাষানী ভক্ত বৃন্দের আল্লাহু জিকির ও সামা গানে মুখরিত হয়েছিল ভাষানী নগর।