রাজশাহীর বাঘায় ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্যদিয়ে আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উৎযাপন পালন করার লক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সভাকক্ষে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আলপনা ইয়াসমিন, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, বাঘা পৌর মেয়র আবদুর রাজ্জাক, আড়ানী পৌর মেয়র মুক্তার আলী, আ.লীগ নেতা মাসুদ রানা তিলু, বাঘা মোজাহার হোসেন মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ নছিম উদ্দিন, বাঘা থানার ওসি নজরুল ইসলাম, বাঘা শাহদৌল্লা সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোজাম্মেল হক, উপজেলা নারী ভাইস চেয়ারম্যান রিজিয়া আজিজ, বাঘা পৌরসভার প্যানেল মেয়র শাহিনুর রহমান পিন্টু, মুক্তিযোদ্ধা কমান্ড আবদুল খালেকসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নের্তৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক সুধীজন।