পিরোজপুরের কাউখালী উপজেলায় গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে খলিলুর রহমান (৬২) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল উপজেলার শিয়ালকাঠী গ্রামে এ ঘটনা ঘটে। খলিলুর ওই গ্রামের মৃত আফতাব উদ্দিনের ছেলে। এ ঘটনায় কাউখালী থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
নিহতের ভাই মোজাম্মেল হোসেন জানায়, ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত গাছের ডাল কাটতে গাছের ওপর উঠেন। ডাল কাটার সময় গাছের নিচে পল্লী বিদ্যুতের একটি হাইভোল্টেজ তার হঠাৎ স্পর্শ করলে তার ভাই বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে গাছ থেকে নিচে সড়কের ওপর আছড়ে পড়েন। এরপর এলাকাবাসী কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে কাউখালী থানার উপ-পরিদর্শক(এসআই) সুভাষ ব্যানার্জী বলেন, অসতর্কতার জন্য ঘটনাটি ঘটতে পারে। তারপরও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।