বরিশালের আগৈলঝাড়া উপজেলার রত্মপুর ইউনিয়নের বেলুহার গ্রামের ঘূর্ণিঝড় বুলবুলের তান্ডবে বিধ্বস্ত ঘরের নিচে চাঁপা পরে গুরুত্বর আহত হয়েছিলো প্রতিবন্ধী কিশোর তরিকুল ইসলাম। অর্থাভাবে বিধ্বস্ত ঘর মেরামত ও আহতর চিকিৎসা করাতে পারছে না পেরে পাশের বাড়ির একটি পরিত্যক্ত ঘরে আশ্রয় নিয়েছেন তরিকুলের অসহায় পরিবার।
সোমবার সকালে অসহায় দিনমজুর রফিকুল ইসলাম জানায়, আমার ছেলে প্রতিবন্ধী তরিকুল ইসলামকে চিকিৎসা করাতে পারছি না। ঝড়ের সময় আকস্মিকভাবে তাদের বসত ঘর বিধ্বস্ত হয়ে চাঁপা পরে গুরুত্বর আহত হয় পুত্র তরিকুল ইসলাম। প্রাথমিকভাবে আহত পুত্রকে চিকিৎসা করানো হলেও অর্থাভাবে তাকে উন্নত চিকিৎসা করানো সম্ভব হয়নি। ঝড়ে বিধ্বস্ত বসত ঘর মেরামত করতে না পেরে পরিবারের সদস্যদের নিয়ে পাশের বাড়ির একটি পরিত্যক্ত ঘরে আশ্রয় নিয়েছেন। অসহায় রফিকুল ইসলাম তার প্রতিবন্ধী পুত্রের চিকিৎসা ও বিধ্বস্ত বসত ঘর মেরামতের জন্য স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্তা ব্যক্তি ও সরকারের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের সহযোগিতা কামনা করেছেন।
এব্যাপারে রত্মপুর ইউনিয়ন পরিষদ চেয়াম্যান মো. গোলাম মোস্তফা সরদার বলেন, রফিকুলের ঘর ভেংছে সত্য। ওই পরিবারকে সরকারিভারে ইউনিয়ন পরিষদ থেকে সহযোগিতা করা চয়েছে। পরবর্তিতে আরো সহযোগিতা করা হবে।