সরকারের প্রণোদনা প্রকল্পের আওতায় ঝিনাইদহের হরিণাকু-ুতে এক হাজার কৃষকের মাঝে বিনা মূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনের সোমবার কৃষক মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাফিস সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন সংসদ সদস্যের প্রতিনিধি রওশন আলী, ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম শিলু, মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা আক্তার, কৃষি কর্মকর্তা আরশেদ আলী চৌধুরী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জামাল হোসেন, ওয়ার্ড কাউন্সিলর ফারুক হোসেন প্রমূখ।