রাজবাড়ীর বালিয়াকান্দিতে পপুলার ইন্স্যুরেন্সের এক কর্মী (৩২) কে গণধর্ষণের ঘটনায় বালিয়াকান্দি থানায় একটি মামলা দায়ের হয়েছে।
অভিযুক্ত ৩ আসামিরা হলেন, বালিয়াকান্দির বহরপুর ইউনিয়নের দড়িপাড়া গ্রামের রুকু বিশ্বাসের ছেলে মো: সাদ্দাম (২৫), মো: মারুফ (২৬) এবং মো: কামরুল (২৫) উভয় পিতা: অজ্ঞাত।
ধর্ষনের মামলার বিষয়টি নিশ্চিত করেছেন বালিয়াকান্দি থানা কর্মকর্তা ইনচার্জ (ওসি) একেএম আজমল হুদা।
সোমবার (১৮ নভেম্বর) সকালে বালিয়াকান্দি থানায় ধর্ষণের স্বীকার ওই নারী বাদীয় ৩ জনকে অভিযুক্ত করে মামলাটি দায়ের করেন।
এজাহার সূত্রে জানা যায়, ধর্ষণের স্বীকার বীমা কোম্পানীর ওই নারী কর্মী ১৬ নভেম্বর তারিখে রাজবাড়ী জেলা বীমা অফিস থেকে কাজ শেষে বাড়ী ফেরার পথে রাত সাড়ে ৯টার দিকে বাড়ীর অদুরে বহরপুর বাজারের কাছে পৌছালে ওই আসামীগণ তাকে জোরপূর্বক অটোবাইকে উঠিয়ে ফাঁকা মাঠের মধ্যে স্যালো মেশিন ঘরে নিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে এবং তার কাছে থাকা অফিসের ২০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। ধর্ষনের পর তাকে আসামিরা একটি অটোভ্যানে পাঠিয়ে দেয়। পরে সে অসুস্থ হলে স্থানীয় পল্লী চিকিৎসক দিয়ে চিকিৎসা গ্রহণ করেন।
বালিয়াকান্দি থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) একেএম আজমল হুদা বলেন, ওই নারীকে মেডিকেল পরীক্ষার জন্য রাজবাড়ী প্রেরণ করা হয়েছে। আসামীদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে।