আশাশুনি উপজেলার কাদাকাটি আরার মাধ্যমিক বিদ্যালয়ে এসএমসি’র সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১১ টায় স্কুল হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
এসএমসি সভাপতি মানছুরুল হক রাজুর সভাপতিত্বে সভায় সহ-সভাপতি মহসিন আলী বকুল, প্রধান শিক্ষক বদিউজ্জামান, সদস্য সাবেক মেম্বার আঃ হান্নান সরদার, সেফাতুল্লাহ ঢালী, ছাবেলুর রাশেদ প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় স্কুলের সার্বিক উন্নয়ন ও লেখাপড়ার মানোন্নয়ন নিয়ে আলোচনা করা হয়। সভায় ২০২০ সালে স্কুলের কোন ছাত্রছাত্রীর কাছ থেকে বেতন না নেওয়ার সিদ্ধান্তসহ বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।