কলারোয়া থানা পুলিশ অভিযান চালিয়ে মাদক সহ মাশাররফ হোসেন(২৮) নামে এক যুবককে আটক করেছে। সে উপজেলার দক্ষিণ ভাদিয়ালী গ্রামের মৃত আবদুস সামাদ দালালের ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে থানার এএসআই রবিউল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ভাদিয়ালী গ্রামস্থ জনৈক নুর আলীর বসত বাড়ীর সামনে পাকা রাস্তার উপর থেকে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে ১৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। থানার কর্মকর্তা ইনচার্জ শেখ মুনীর-উল গীয়াস শনিবার সন্ধ্যায় গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে কলারোয়া থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে।