মোল্লাহাটে পুর্ব বিরোধের জেরে প্রতিবেশী এক পরিবারে ওপর সন্ত্রাসী হামলার পর হাসপাতালে চিকিৎসাধীন ষাটোর্ধ এক ব্যক্তির বিরুদ্ধে মাত্র চার বছরের শিশুকে যৌন নির্যাতনের নাটকীয় মামলা দায়েরসহ জেল হাজতে পাঠানোর অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। উপজেলার গাড়ফা (চর) ফেরীঘাট এলাকায় গত বুধবার দুপুরে অতর্কিত হামলার পর অভিনব কৌশলে ওই রাতেই মামলা দায়েরসহ চিকিৎসাধীন ওই ব্যক্তিকে পুলিশ দিয়ে আটকের মাধ্যমে জেল হাজতে পাঠানোর এ ঘটনা ঘটে।
স্থানীয় কালাম শেখ (৬২), লোকমান শেখ (৫২) জেসমিন বেগম, নাদিরা বেগম ও জাহানারা বেগমসহ ভিকটিম পরিবারের সদস্যরা জানায়-প্রায় ১২ বছর পূর্বে গাড়ফা (চর) ফেরীঘাট এলাকার ইব্রাহিম মোল্লার মেয়ে’কে প্রতিবেশী মুঞ্জুর শেখের ছেলে শহিদুল শেখ ধর্ষণ করে। ওই ঘটনায় মামলাও হয়। পরবর্তীতে স্থানীয়দের মাধ্যমে মিমাংসা হয়। ওই ঘটনায় মামলা করার সাহস দেখানোর কারণে শহিদুলের মা ঝর্না বেগম প্রতিশোধের হুমকী দেয়। এর কিছুদিন পর বাড়িতে মা-বাবা কেউ না থাকার সুযোগে ধর্ষণের শিকার ওই মেয়ে বিষ পান করে। তখন ধর্ষক শহিদুলের মা ঝর্না বেগম ও তার সহযোগী প্রতিবেশী এক মহিলা ওই বাড়িতে গিয়ে অসুস্থ ভিকটিমকে গলা টিপে এবং শলীরের বিভিন্ন স্থানে আঘাত করে বলতে থাকে কারেন্টে ধরলে চাপতে হয়। ওই সময় ভিকটিমের ছোট শিশু বোন তাদেরকে জানায় যে, তার আপাকে কারেন্টে ধরে নাই। পরে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করে কর্তব্যরত চিকিৎসক। এরপর শোকার্ত ওই পরিবারটি কিছু বুঝে ওঠার আগেই সহযোগীতার ছলনায় প্রতিপক্ষরা দ্রুত লাশ দাফন করায়। এরপর কেটে যায় প্রায় এক যুগ। এরই মাঝে অতিসম্প্রতি প্রতিপক্ষের আলাপচারিতায় জানাযায় কৌশলে হত্যা ও লাশ কাফন-দাফনের ঘটনা। বিলম্বে হলেও ওই ঘটনার বিচার দাবীতে আইনের আশ্রয় নেয়ার লক্ষে প্রতিবেশী ও আত্মীয়দের সঙ্গে আলোচনা করে ভিকটিম পরিবারটি। ওই আলোচনার বিষয় জানতে পেরে ভবিষ্যত বিপদ হতে মুক্তির লক্ষে মূল ঘটনা আড়াল করতে ওই পরিবারের ওপর অতর্কীত হামলা চালায় প্রতিপক্ষের মহিদুল শেখ, মুতু শেখ, কামাল ও ঝর্না বেগম। ওই হামলায় ইব্রাহিম মোল্লা, স্ত্রী লুচি বেগম ও ছেলে রাজু মোল্লা আহত হয়। পরে স্থানীয়রা তাদেরকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। এদিকে ওই সকল ঘটনা আড়াল করতে হামলাকারী পরিবারের মাত্র চার বছরের শিশু মেয়েকে হাত দিয়ে যৌন নির্যাতন করা হয়েছে মর্মে গুরুতর যখমী ও চিকিৎসাধীন ষাটোর্ধ ইব্রাহিম শেখকে আসামি করে মামলা করে।
এ বিষয়ে ওই শিশুটির দাদী ঝর্না বেগম জানান-তারা কোন মিথ্যা মামলা করে নাই। সত্যিকারে নির্যাতন করছে তাই মামলা করা হয়েছে।