বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শ্রীনগরে হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রোববার সকাল ১০ টার দিকে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ বর্ণাঢ্য র্যালির আয়োজন করে। র্যালিটি শ্রীনগর স্টিডিয়াম থেকে বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে গিয়ে শেষ হয়। র্যালি শেষে ডঃ মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় ১৯৭১ সালের এই দিনে শ্রীনগরের বীর মুক্তিযোদ্ধারা যে ভাবে শ্রীনগরকে হনাদার মুক্ত করেছিল,সেই স্মৃতি চারন করে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি নিগার সুলতানা, শ্রীনগর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেন। এ ছাড়া মুক্তিযোদ্ধাদের মধ্যে বক্তব্য রাখেন মোঃ জয়নাল আবেদীন, আবদুল লতিফ মাষ্টার,মোঃ আনোয়ার হোসেন খান, ইকবাল হোসেন মাষ্টার,মোঃ তাছের আলী, মোর্শেদুল আহসান, হাফিজুর রহমান ও নতুন প্রজম্মের আহ্বায়ক মেহজাবিন আলী প্রমুখ।