বাজার মনিটরিংয়ের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা আসার সংবাদ পেয়ে গুদামে তালা লাগিয়ে পালিয়ে গেছে পিঁয়াজ ব্যবসায়ীরা। রোববার দুপুরে গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান টরকী বন্দরে বাজার মনিটরিংয়ের জন্য গেলে এ ঘটনা ঘটে।
ইউএনও ইসরাত জাহান জানান, রোববার দুপুরে টরকী বন্দরে বাজার মনিটরিংয়ের জন্য যাওয়া হয়। এ সময় একটি পিঁয়াজের গুদামে অভিযান চালানো হয়। কিন্তু সেখানে মজুদকৃত কোন পিঁয়াজ পাওয়া যায়নি। পিঁয়াজের গুদামে অভিযান চালানোর সংবাদ পেয়ে অন্যান্য পিঁয়াজ ব্যবসায়ীরা দোকান বন্ধ করে পালিয়ে যায়। তিনি আরও জানান, গৌরনদীতে যেন ব্যবসায়ীরা সিন্ডিকেট তৈরি করে সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করতে না পারে সেজন্য উপজেলা প্রশাসন সোচ্চার রয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।