ফরিদপুর জেলার ভাংগা উপজেলার মাধবপুরের একটি মহিলা মাদ্রাসা থেকে অপহৃত এক শিশুকে জামালপুরের সরিষাবাড়ী থেকে উদ্ধার করেছে পুলিশ। গত ১৬ নভেম্বর শনিবার বিকালে উপজেলার চর আদ্রা গ্রাম থেকে উদ্ধার করা হয়। এ সময় দুই অপহরণকারীকে গ্রেফতার করা হয়েছে।
অপহৃত উদ্ধার হওয়া শিশু ফারজানা(৭) সে ভাংগা উপজেলার মাধবপুর এলাকার সোহেল মিয়ার মেয়ে। গ্রেপ্তারকৃত অপহরণ কারীরা হলো, ভাংগা উপজেলার চন্ডু দদি গ্রামের মিজানুর রহমানের ছেলে হৃদয়(১৫), সদরদী থানার কাপুডিয়া গ্রামের ডাবলু মুন্সির ছেলে ইমন মিয়া (১৫)।
পুলিশ সুত্রে জানা গেছে, ফরিদপুর জেলার ভাংগা উপজেলার মাধবপুর গ্রামের অপহৃত শিশু একটি মহিলা মাদ্রাসার ১ম শ্রেণীর ছাত্রী সে গত ১৩ নভেম্বর সকাল ৭ টায় শিশু ফারজানা কে তার মামী কলিতা বেগম মাদ্রাসায় রেখে যান। এক ঘন্টা পরে সকাল ৮টার দিকে হৃদয়(১৫) নামে ফারজানাকে তার মায়ের কাছে নিয়ে যাওয়া মিথ্যা কথা বলে মাদ্রাসা থেকে অপহরণ করে নিয়ে যায়।
পরে শুক্রবার (১৫ নভেম্বর ) বেলা দেড়টার দিকে জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার চর আদ্রা গ্রামের সুজনের মোবাইল থেকে অজ্ঞাত ব্যক্তিরা মাধবপুর ফরজানার বাড়ীর পাশের এক বাসার মোবাইলে তার নিকট ফোন দিয়ে ফারজানার মুক্তির জন্য ৫ লক্ষ টাকা মুক্তিপন দাবি করে। তা’না দিলে হত্যার হুমকি দেয়। ওই রাত শিশুটির বিষয়টি ভাংগা থানায় ফারজানার মাতা কুলছুম বেগম বাদী হয়ে একটি সাধারণ ডায়েরী করেন। (যাহার নং-৭২০,তারিখ-১৫-১১-১৯) এরই প্রেক্ষিতে ভাংগা থানা পুলিশ বিভিন্ন থানায় তথ্য প্রদান করে অপহৃতা শিশুকে উদ্ধারের। ভাংগা থানার ওসি (তদন্ত) নিখিল চন্দ্র অধিকারী এর নেতৃত্বে বিশেষ যৌথ অভিযানিক দলটি তথ্য প্রযুক্তির মাধ্যমে সরিষাবাড়ী থানা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে চর আদ্রা গ্রামের এলাকায় অভিযান চালিয়ে অপহৃতা শিশু ফারজানাকে উদ্ধার করে পুলিশ। এ সময় দুই অপহরণকারী সহ শিশু ফারজানা কে উদ্ধার করতে সক্ষম হয়। সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি )মাজেদুর রহমান এ বিষয়ে সত্যতা নিশ্চিত করেছন।