-“আমরা স্বাবলম্বী হবো, সকলে কর দেবো,” - এ শ্লোগানে পিরোজপুরের নেছারাবাদে দু,দিনব্যাপী আয় কর মেলা আয়োজনে কর অঞ্চল বরিশাল-১৭ এর অতিরিক্ত কর কমিশনার শেখ শহিদুল ইসলাম। বার্ষিক দু’লাখ পশ্চাশ হাজার টাকার অধিক আয় হলেই সকলের জন্য আয় কর বাধ্যতামূলক এবং প্রত্যেক কর প্রাপ্ত ব্যক্তিদের রাজস্ব খাতে আয় কর প্রাদান করা উচিৎ। তা হলেই “সবাই মিলে দেবো কর, দেশ হবে স্বনির্ভর” প্রধান মন্ত্রীর এ শ্লোগানের বাস্তবায়ন ঘটবে। রোববার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তন কর মেলা উদ্বোধনীয় অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ আবদুল হক প্রধান অতিথির অনুষ্ঠানে বিশেষ অতিথি উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবদুল হামিদ এর বক্তব্যতায় এসব কথা বলেন তিনি। করসেবা প্রদান ও কর সচেতনতা বাড়াতে প্রতি বছরের মতো এ বছরও নেছারাবাদে (স্বরুপকাঠি) আয়কর মেলায়১০টি ষ্টলে ৩ শত কর গ্রাহক রির্টান জমায় প্রায় পাচ লাখ টাকা কর আদায় হলেও টি,আই,এন সংখ্যা বিকেল ২টা পর্যন্ত ৪০টি নতুন নাম্বরে রিটের্ন জমা পড়েছে। কর মেলায় করদাতার উপস্থিতি ছিল চোখে পড়ার মত। বরিশাল যুগ্ম কর কমিশনার মোঃ লুৎফর রহমানের সভাপিত্বে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু, পৌর মেয়র মোঃ গোলাম কবির, আওয়ামী লীগ নেতা আবদুস সালামসহ আরও অনেকে।