শুরু হওয়া পিইসি পরীক্ষায় শোভনালী ইউনিয়নে ৩৮৪ জন পরক্ষার্থী অংশ নিচ্ছে। সকাল ১০ টায় এ পরীক্ষা শুরু হবে।
শোভনালী ইউনিয়নের ১৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩৮৪ জন শিক্ষার্থী কামালকাটী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষায় অংশ নেবে। বিদ্যালয়গুলোর মধ্যে বদরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৯১ জন, হাজীপুর ২২ জন, বাওচাষ ২৭ জন, সরাপপুর ১৯ জন, বাঁকড়া ২৫ জন, বসুখালী ২৮ জন, কামালকাটী ৩৪ জন, বলাইপুর ১৮ জন, গোঁদাড়া ২৫ জন, বৈকরঝুটি ৪২ জন, খলিসানী ১৮ জন, পূর্ব কামালকাটী ২১ জন, মজগুরখালী ৯ জন ও লতাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ জন সর্বমোট ৩৮৪ জন পরীক্ষার্থী রয়েছে। যার মধ্যে ২০৫ জন ছাত্র ও ১৭৯ জন ছাত্রী। হল সুপারের দায়িত্বে আছেন নৈকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোজাফ্ফার রহমান ও সহকারী হল সুপার প্রধান শিক্ষক শরিফুজ্জামান। কেন্দ্র সচীবের দায়িত্বে আছেন কামালকাটী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিনু পদ বাছাড়।