আশাশুনি থানা পুলিশ অভিযান চালিয়ে নিয়মিত মামলার এক আসামীকে গ্রেফতার করেছে। শনিবার সকালে গ্রেফতারকৃতকে আদালতে প্রেরন করা হয়েছে।
আশাশুনি থানার কর্মকর্তা ইনচার্জ মোঃ আবদুস সালাম এর নেতৃত্বে আশাশুনি থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, গ্রেফতারী পরোয়ানা তামিল ও বিশেষ অভিযান পরিচালনা কালে এসআই বিল্লাল হোসেন শেখ নিয়মিত মামলার আসামি মহাজনপুর গ্রামের মৃত মোক্তার আলি গাজীর পুত্র সাইফুল ইসলাম গাজীকে গ্রেফতার করেন।