আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এ বি এম মোস্তাকিমের সাথে দরগাহপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলা চেয়ারম্যানের বাস ভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা চেয়ারম্যান এ বি এম মোস্তাকিম ৩০ নভেম্বর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে সভাপতি পদে প্রার্থী হিসাবে কাজ করে যাচ্ছেন। এরই অংশ হিসবে দরগাহপুর ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা শেখ মিরাজ আলি, ইউপি সদস্য ও ইউনিয়ন যুবলীগ সভাপতি মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল হাসান, আ.লীগ নেতা মশিউর রহমান, ডাঃ মোশাররফ হোসেন এবং বিভিন্ন ওয়ার্ড আ.লীগ সভাপতি ও সেক্রেটারীর উপস্থিতিতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত নেতাকর্মীবৃন্দ উপজেলা কাউন্সিলে সভাপতি পদে তাকে সর্বাত্মক সমর্থন দানের আনুষ্ঠানিক ঘোষণা প্রদান করেন বলে সংশ্লিষ্ট সূত্র প্রেসবিজ্ঞপ্তিতে জানিয়েছে।