ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে গণউন্নয়ন বহুমূখী সমবায় সমিতি লি. এর ১২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলা শহরের মাছবাজার সংলগ্ন সমিতির অফিস কার্যালয়ের সামনে এ সভা অনুষ্ঠিত হয়।
গণউন্নয়ন বহুমূখী সমবায় সমিতি লি. এর সভাপতি বেলাল উদ্দীনের সভাপতিত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল আলম সুমন এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় অন্যান্যের মধ্যে বালিয়াডাঙ্গী থানার ওসি তদন্ত সাইফুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা আবু নাসের, উপজেলা ভাইস চেয়ারম্যান মাজেদুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া পারভীন, জেলা পরিষদের সদস্য হুমায়ুন কবীর, মাইনুল হক, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক এ্যাড. আবেদুর রহমান, গণউন্নয়ন বহুমূখী সমবায় সমিতি লি. এর নির্বাহী কমিটির সহ-সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ মোঃ আবদুল হাকিম, কোষাধ্যক্ষ মকবুল হোসেন প্রমুখ এতে বক্তব্য রাখেন।
সাধারণ সভায় সদস্যদের মধ্যে সঞ্চয় আমানতের টাকা লভ্যাংশসহ প্রদান, শেয়ার হোল্ডারদের মাঝে সনদপত্র বিতরণ এবং গণউন্নয়ন বহুমূখী সমবায় সমিতি লি. এর পক্ষ থেকে অতিথিবৃন্দদেরকে ৫ লিটার সয়াবিন তৈল এবং উপস্থিত সকলকে ২ লিটার করে সয়াবিন তৈল প্রদান করেন।
উল্লেখ যে, গণউন্নয়ন বহুমূখী সমবায় সমিতি লি. ২০০৭ সালে ২০ জন সদস্যকে নিয়ে সমিতি গঠন করে। বর্তমানে ১২ বছরের মাথায় সদস্য সংখ্যা দাড়িয়েছে ৯ হাজারের অধিক। সমিতিটি এলাকায় কৃষি ও ক্ষুদ্র ঋণ পরিচালনা করে ইতোমধ্যে জেলার ৫টি উপজেলায় সুনাম কামিয়েছে।