‘‘জন কল্যাণেরাজস্ব-সুখী স্বদেশ গড়তে ভাই আয়করের বিকল্প নাই’’ এ স্লোগানে রাজবাড়ীতে ৪ দিনব্যাপী আয়কর মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১১টায় জেলা শিল্পকলা একাডেমীতে ৪ দিনব্যাপী এ আয়কর মেলার উদ্বোধন করেন রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী। বিশেষ অতিথি হিসেবে ঊক্তব্য রাখেন জেলা প্রশাসক দিলসাদ বেগম।
এসময় ঢাকা কর অঞ্চল ৩ এর যুগ্ন কর কমিশনার ড. হরিপদ সরকাররের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌর মেয়র মহম্মদ আলী চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি হেদায়েত আলী সোহরাব, করদাতা এসএম নওয়াব আলী, আয়কর আইনজীবী মাহবুুবুর রহমান রঞ্জু প্রমূখ।
স্বাগত বক্তব্য রাখেন, কর অঞ্চল ৩ এর সহকারী কর কমিশনার সার্কেল ৫৬ রাজবাড়ীর আবদুর রাজ্জাক। অনুষ্ঠানে রাজবাড়ী এনএসআইয়ের উপ-পরিচালক শরিফুল ইসলামসহ আয়কর আইনজীবি, করদাতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন, জেলা তথ্য অফিসের ঘোষক দীলিপ কুমার।
মেলায় রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী আয়কর রিটার্ন দাখিল করেন। সভায় আয়কর দিতে পারে এমন ব্যাক্তিারা তাদের আয়কর দাখিলের মাধ্যমে দেশের উন্নয়নর কাজে সামিল হতে স্বচ্ছল ব্যাক্তিদের আয় কর প্রদানের অনুরোধ জানা বক্তারা।