পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের সচিব লোকমান হোসেন মিয়া বলেছেন, একটি দেশ ও জাতিকে সমৃদ্ধ করতে হলে দক্ষ জনবলের দরকার। দক্ষ জনবল তৈরি করতে হলে কারিগরি শিক্ষার কোন বিকল্প নেই। তাই বর্তমান সরকার কারিগরি শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।
শনিবার দুপুরে জেলার গৌরনদী উপজেলার শহীদ আবদুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের নির্মাণাধীন ভবন পরিদর্শন ও কলেজের ছাত্র-ছাত্রীদের সাথে মতবিনিময়কালে তিনি আরও বলেন, দক্ষ জনবল তৈরি করতে প্রতিটি জেলায় ও বিভিন্ন উপজেলায় সরকারীভাবে ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান গড়ে তোলা হচ্ছে। নির্মাণাধীন ভবন পরিদর্শনকালে তিনি কাজের গুনগত মান বজায় রেখে ভবন নির্মাণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান, সচিবের একান্ত সচিব সাইফুল ইসলাম, গৌরনদী উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান, কলেজের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার আবদুল কাদের প্রমুখ।