নিজের জীবন দিয়ে যে জাঁতি স্বাধীনতার লাল সবুজ পতাকা ছিনিয়ে আনতে পারে, যে জাঁতি নিজের বুকের তারা রক্ত রাজপথে ঢেলে দিয়ে স্বাধীনতা ছিনিয়ে আনতে পারে,সেই জাতির অগ্রযাত্রাকে কেউ ধমিয়ে রাখতে পারবে না। প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসান এমপি বলেন, সরকারকে কর ফাঁকি দিয়ে নিজের উন্নয়ন করা কখনই সমীচিন হয় না। সরকারকে কর ফাঁকি দেওয়া মানে নিজের পায়ে নিজে কুড়াল মারার সমান। তিনি গত ১৭ নভেম্বর শনিবার দুপুরে জামালপুরে চারদিন ব্যাপী আয়কর মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্য প্রতিমন্ত্রী এ কথা বলেন।
‘সবাই মিলে দেব কর, দেশ হবে স্বনির্ভর’ এ শ্লোাগানকে সামনে রেখে জামালপুর শহরের স্টেশন রোড়ে আয়কর অফিস চত্বরে মেলার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সার্কেল-০৭ এর সহকারী কমিশনার প্রীতিশ বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, অতিরিক্ত পুলিশ সুপার বাছির উদ্দিন, জামালপুর চেম্বার অব কর্মাসের সভাপতি রেজাউল করিম রেজনু ও সর্বোচ্চ করদাতা রঞ্জন কুমার সিংহ প্রমূখ।
চারদিন ব্যাপী এবারের মেলায় আয়কর বিবরণীর ফরম দাখিল থেকে শুরু করে কর পরিশোধের জন্য ব্যাংক বুথ খোলা হয়েছে। একই ছাদের নিচে মিলবে সব সেবা। মেলায় সহায়তা কেন্দ্রে অপেক্ষা করছেন কর্মকর্তারা, করদাতারা শুধু প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনলেই হবে। মেলায় ই-টিআইএন নিবন্ধন ও আয়কর বিবরণী গ্রহণ, কর পরিশোধ, আয়কর বিবরণী পূরণে সহায়তাসহ প্রয়োজনীয় ব্যবস্থা রয়েছে।