ভা-ারিয়া উপজেলার ইকড়ি ইউনিয়নের পশ্চিম পশারীবুনিয়ার নিভৃত পল্লীতে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত বিপিএম দাখিল মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে শনিবার জুনিয়র দাখিল পরীক্ষা (জেডিসি) ইংরেজি বিষয়ে পরীক্ষা চলাকালিন সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. তৌহিদুল ইসলাম ৫ ভূয়া পরীক্ষার্থী, ১ পরীক্ষার্থী, কেন্দ্র সচিব ও এক মাদ্রাসা সুপারকে আটক করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানাগেছে, পশ্চিম গোলবুনিয়া বালিকা দাখিল মাদ্রাসার নিয়মিত পরীক্ষার্থী মুনিয়া আক্তার রোল ৩০৬৫৪৬ এর পরিবর্তে হাফিজা আক্তার, রুমী আক্তার রোল-৩০৬৫৫০ এর পরিবর্তে কারিমা আক্তার, নূপুর আক্তার রোল-৩০৬৫৪৯ এর পরিবর্তে ফাযিল পরীক্ষার্থী মুনিয়া, সোনিয়া আক্তার রোল-৩০৬৫৪১ এর পরিবর্তে বকুল আক্তার, হরিণপালা নেছারিয়া ছিদ্দিকিয়া দাখিল মাদ্রাসা পরীক্ষার্থী বায়জিদ হোসেন রোল-৩০৬৩৮৬ এর পরিবর্তে মো. মমিনুল ইসলাম পরীক্ষায় অংশ নেয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল আলম জানান, মাদ্রাসা পরীক্ষা কেন্দ্র-২ বিপিএম দাখিল মাদ্রাসার কেন্দ্র সচিব ও বিপিএম দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আমীর হোসেন (ভা-ারিয়া উপজেলা জামায়াতের আমির), হরিণপালা নেছারিয়া ছিদ্দিকিয়া দাখিল মাদ্রাসার সুপার ছিদ্দিকুর রহমানসহ মোট ৮জনকে আটক করা হয়েছে। পরীক্ষা কেন্দ্র বাতিল ও সংশ্লিষ্ট মাদ্রাসা গুলোর এমপিও বাতিলের জন্য বাংলাদেশ মাদ্রাসা অধিদপ্তর, মাদ্রাসা শিক্ষা বোর্ডে চিঠি পাঠানো হচ্ছে।