ময়মনসিংহের গফরগাঁওয়ে টাংগাব ইউনিয়ন যুবলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিকেলে উপজেলার বারইহাটি এ বি স্কুল এ- কলেজ মিলনায়তনে টাংগাব ইউনিয়ন যুবলীগ এ বিশেষ বর্ধিত সভার আয়োজন করে।
টাংগাব ইউনিয়ন যুবলীগের সভাপতি নজরুল ইসলাম খানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক জহিরুল ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা যুবলীগের আহ্বায়ক এম সালাউদ্দিন পলাশ এবং বিশেষ অতিথি ছিলেন টাংগাব ইউপি চেয়াারম্যান মোফাজ্জল হোসেন সাগর ও ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত আহ্বায়ক হাফিজ উদ্দিন মাস্টার।
প্রধান অতিথির বক্তব্যে এম সালাউদ্দিন পলাশ বলেন, ইউনিয়ন যুবলীগে কোন প্রশ্নবিদ্ধ যুবক থাকতে পারবেনা। যুবলীগ কোন ব্যক্তির অপকর্মের দায়ভার নেবে না। নেতৃত্ব যারা মানবে না, তাদের জায়গা যুবলীগে হবে না। নেতা ফাহমী গোলন্দাজ বাবেল এমপির নেতৃত্বে উপজেলা যুবলীগ ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো। কোন অনুপ্রবেশকারী যাতে দলে প্রবেশ করতে না পারে সে দিকে নেতাকর্মীদের সোচ্ছার থাকতে হবে।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন টাংগাব ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক ফয়সাল পারভেজ, যুগ্ম-আহবায়ক মাসুদ রানা, যুগ্ম-আহবায়ক আলমগীর হোসেন, সেচ্ছাসেবকলীগের আহ্বায়ক সাকিব আহমেদসহ ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।