“কৃষিই কৃষ্টি, কৃষিই সমৃদ্ধি” এই স্লোগান নিয়ে জাতীয় কৃষি দিবস-২০১৯ উদযাপন উপলক্ষে ঝিনাইদহের কালীগঞ্জে র্যালী, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এই উপলক্ষে শুক্রবার সকালে শহরের সোনার বাংলা ফাউন্ডেশনের সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহর প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ করে এক মানববন্ধন কর্মসূচীতে মিলিত হয়। সোনার বাংলা ফাউন্ডেশনের আযোজনে হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কৃষক নেতা হেলাল উদ্দীনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মতিয়ার রহমান, ইমদাদ হোসেন, সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবু পদ বিশ্বাস, কৃষক কমলেশ, আফজাল হোসেন, আবদুর রাজ্জাক, আবুল কাশেম ও নূরুল ইসলাম প্রমূখ।