দীর্ঘ ১৫ বছর পর আজ রোববার ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সন্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সরকারী ভ’ষনস্কুল মাঠে এ সন্মেলন অনুষ্ঠিত হবে। সস্মেলন উদ্বোধন করবেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই এমপি।
দীর্ঘদিন পর এই সন্মেলন অনুষ্ঠিত হওয়ার সাজ সাজ রব পড়ে গেছে। এ সন্মেলন সফল করতে স্থানীয় আওয়ামী লীগের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। নৌকার আদলে সুবিশাল মঞ্চ করা হয়েছে। এ মঞ্চে সস্মেলন অনুষ্ঠিত হবে। কালীগঞ্জের সকল রাজনৈতিক দল কে আমন্ত্রণ জানানো হয়েছে। সস্মেলনে ৩১ জন কাউন্সিলর ও পৌরসভার ১৫ জন কো-অপশন এবং সমপরিমান ডেলিগেট থাকবে বা তার অধিক ও থাকতে পারে।
দীর্ঘ ১৫ বছর আগে ২০০৪ সালের ২২ এপ্রিল কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সন্মেলনে সাবেক এমপি আবদুল মান্নান সভাপতি ও বর্তমান এমপি আনোয়ারুল আজিম আনার সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছিল।এরপর থেকেই সম্মেলনকে ঘিরে উপজেলা আওয়ামী লীগের নেতা কর্মী ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের মাঝে উৎসব উদ্দীপনা ফিরে এসেছে।
আজ ১৭ নভেম্বর সম্মেলনে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ন-সাধারন সম্পাদক আবদুর রহমান ও বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ স্বপন এমপি, আওয়ামী লীগ কেন্দ্রিয় কমিটির সদস্য পারভিন জামান কল্পনা,ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র সাইদুল করিম মিন্টু, শফিকুল ইসলাম অপু,তাহজীব সিদ্দিকী সমি এমপি, শফিকুল আজম খান এমপি, খালেদা খানম এমপি, প্রমুখ। বর্তমান এমপি ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আনোয়ারুল আজিম আনারের সঞ্চালনায় এ সন্মেলনে সভাপতিত্ব করবেন সাবেক এমপি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল মান্নান।ওইদিন সম্মেলন শেষে লালন ব্যন্ড ও কোলকাতার জি বাংলার সংগিত শিল্পীদের পরিবেশনায় এক সাংস্কৃতিক সন্ধার আয়োজন করেছে কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ।