নানা আয়োজনের মধ্যদিয়ে রংপুরের বিশিষ্ট লেখক, সাংবাদিক ও গবেষক আফতাব হোসেনের ৬০ তম জন্ম দিন পালন করা হয়। কোক কেটে,ফুলেল শুভেচ্ছা দিয়ে জন্ম দিন পালনে শুভেচ্ছা ও শুভ কামনা জানান দেশ বিদেশের কবি,সাহিত্যিক ও রংপুরের সুশিল সমাজ।
শুক্রবার সন্ধায় রংপুর নগরীর টাউন হল চত্বরের রংপুর সাহিত্য সংস্কৃতি পরিষদে জন্ম দিনের কেক কাটেন পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ও কারমাইকেল কলেজের বাংলা বিভাগের সাবেক প্রধান, বিশিষ্ঠ শিক্ষাবিদ ও সাহিত্যিক অধ্যাপক মুহম্মাদ আলীম উদ্দীন এবং আমেরিকা প্রবাসী লেখক সাংবাদিক ঠিকানা পত্রিকার সম্পাদক মুক্তিযোদ্ধা আবদুল মালেক ও লেখক গবেষক শরীফা খন্দকার। এ সময় ফুল দিয়ে শুভেচ্ছা ও শুভ কামনা জানান পরিষদের সভাপতি স্বাত্তিক শাহ আল মারুফ,উপদেষ্টা ও পুলিশ সুপার আবু বক্কর ছিদ্দিক কেনা, সাংস্কৃতিক ব্যক্তিত্য মনোয়ার হোসেন,সাবেক জেলা আনসার এ্যাডজুটেন্ট এস এম হাবিবুর রহমান,সাবেক সভাপতি ও সাংস্কৃতিক ব্যক্তিত্য ডাঃ মফিজুল ইসলাম মান্টু, লোক গবেষক আনোয়ারুল ইসলাম রাজু,শিক্ষাবিদ ও সাহিত্যিক প্রফেসর মো ঃ শাহ আলম বেতারের সাবেক কর্মকর্তা স্বপন ভট্রাচার্য,সাবেক সহ-সভাপতি ডাঃ মমতাজ বেগম,সহ-সভাপতি সুনিল সরকার,হাসনা হেনা বেগম রোজি,সাধারন সম্পাদক অ্যাডভোকেট জাকিয়া সুলতানা চৈতি,যুগ্ন সম্পাদক দীলিপ রায়,অর্থ সম্পাদক মাহমুদা বেগম,সাংগঠনিক সম্পাদক মামুনুর রহমান,সাহিত্য সম্পাদক মারুফ হোসেন মাহাবুব,সংগিত সম্পাদক নীল রতন সরকার,সহ সমাজ কল্যাণ সম্পাদক অ্যাডভোকেট সাজ্জাদ হোসেন,সদস্যজেসমিন বেগম,কবি হেলেনআরা সিঢনী,সাকিল মাসুদ,সানজিদা জাহান,লুনা,প্রিয়া আক্তারসহ সাহিত্য পরিষদের সদস্য ও ভক্ত-অনুরাগিরা বক্তব্য দেন।
উল্লেখ্য আজ রোববার সন্ধায় আইডিয়া প্রকাশনায় ফিরে দেখা পাঠাগারে আফতাব হোসেনের জম্মদিন উপলক্ষ্যে কেক কাটা ও শুভেচ্ছা বিনিময়ের আয়োজন করা হয়েছে।