নোয়াখালীর সেনবাগে এসএসসি ও এইচএসসি,দাখিল ও আলিমে পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৫৫জন শিক্ষার্থীকে সংবর্ধনা, সম্মননা ও সনদপত্র দিয়েছে “ বীর” বিক্রম শহীদ তরীক উল্লাহ ফাউন্ডেশন। শনিবার দুপুরে সেনবাগের শায়েস্তানগরস্থ লায়ন জাহাঙ্গীর আলম মহিলা কলেজের (বীর বিক্রম তরিক উল্লা অডিটোরিয়ামে ওই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
“বীর বিক্রম” তরিক উল্লা ফাউন্ডেশনের সভাপতি লায়ন জাহাঙ্গীর আলম মানিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সংর্বধণা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- নোয়াখালী জেলা প্রশাসক (ডিসি) তন্ময় দাস, বিশেষ অতিথি সেনবাগ উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম মজুমদার, সেনবাগ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ক্ষেমালিখা চাকমা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাজিম উদ্দিন, ফাউন্ডেশনের সদস্য সাবেক চেয়ারম্যান মমিন উল্লা, ঢাকাস্থ সেনবাগ কল্যাণ সমিতির সেক্রেটারী আজাদ হোসেন, ডাঃ আবুল কালাম আজাদ, মাধ্যমিক শিক্ষক সমিতি সভাপতি আবদুস সাত্তার, যৌতুক প্রতিরোধ আন্দোলন বাংলাদেশের সেক্রেটারী বেলাল হুসাইর ফতেহপুরী।
শেষে অতিথিরা ৫৫জন কৃতী শিক্ষার্থীর হাতে জনপ্রতি সম্মননার ৫ হ্জাার করে টাকা ও একটি করে সনদপত্র তুলে দেন।