কথায় বলে, ‘সরকারি মাল -দরিয়ায় ঢাল’। সরকারি সম্পত্তি তছরুপের এ প্রবণতা এদেশে ব্রিটিশ আমল থেকেই দেখা যায়। তবে সময় অনেক বদলে গেছে, মানুষ আগের চেয়ে শিক্ষিত ও সচেতন হয়েছে কিন্তু রক্তের দোষ এখনও যায়নি। একারণে প্রায়শই সরকারি সম্পদ নষ্ট ও লুটপাটের মচ্ছব দেখা যায়। বিশেষ করে সরকারি সম্পত্তি রক্ষণাবেক্ষণে সংশ্লিষ্টদের গাফিলতি চোখে পড়ার মতো।
সপ্তাহখানেরক আগে যশোরের বেনাপোল কাস্টমস হাউস থেকে ১৯ কেজি ৩৮০ গ্রাম সোনা চুরি হয়ে যায়। গত সোমবার সকালে কাস্টমস কর্মকর্তারা অফিসে ঢুকে কাস্টমস হাউসের পুরানো ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত লকারের রুমের দরজার তালা ভাঙা দেখতে পান। পরে কাস্টমসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টা জানানো হলে চুরির রহস্য উদঘাটনে বিভিন্ন প্রশাসনিক গোয়েন্দা সংস্থাকে খবর দেওয়া হয়। তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে কাস্টমসের লকারের দায়িত্বে থাকা এক ইন্সেপেক্টরসহ চার কাস্টমস সিপাইকে সাময়িক বরখাস্ত করেন এবং তিনজন এনজিও সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য রাতেই পুলিশ হেফাজতে নেওয়া হয়। এ ঘটনায় আটক কাস্টমস ও এনজিও সদস্যসহ সাতজনকে তিন দিন জিজ্ঞাসাবাদ শেষে যশোর ডিবি পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে। এদিকে চুরির রহস্য উদঘাটনে ৯ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। একই সঙ্গে কাস্টমস হাউসের কমিশনার বেলাল হোসাইন চৌধুরীকে ঢাকায় বদলি করা হয়।
এ ঘটনায় সেখানকার নিরাপত্তা ব্যবস্থার গাফিলতিকে দায়ী করছেন ব্যবসায়ীরা। বেনাপোল কাস্টমস হাউসে যে লকার রুম থেকে সোনা চুরি হয়েছে সেটির সামনে ছিল সিসি ক্যামেরা। ভবনটির প্রধান গেট ও কাস্টমস কর্মকর্তাদের বিভিন্ন আবাসিক ভবনে সার্বক্ষণিক নিরাপত্তায় কাস্টমস সদস্যেদের পাশাপাশি রয়েছে ৩০ জন সশস্ত্র আনসার সদস্য। তবে যে ভবনটিতে সরকারের এত মূল্যবান সম্পদ রয়েছে সেখানে কোনও সশস্ত্র নিরাপত্তা কর্মীর পাহারা ছিল না। এমনকি সেখানে যে সিসি ক্যামেরা ছিল সেটিও তিনদিন বন্ধ ছিল। যে ভবনটিতে লকার রুম ছিল তার পেছনের অংশ যথেষ্ট নিরাপত্তাহীন দেখা যায়।
সরকারি এত মূল্যবান সম্পদ বছরের পর বছর এভাবে অযতেœ কাস্টমস হাউসের লকারে না রেখে ব্যাংকের ভল্টে রাখলে হয়তো এমন ক্ষতি হতো না। এর পেছনে কর্তৃপক্ষের অবহেলা দায়ী না এসব বেহাত করার উদ্দেশ্যেই এভাবে ফেলে রাখা হয়েছে তা-ও খতিয়ে দেখা প্রয়োজন। ভ্যবিষ্যতে এ ধরনের চুরি রোধে বেনাপোল কাস্টমসে বহিরাগতদের অবস্থান ও প্রবেশে কড়াকড়ি আরোপ করতে হবে। এছাড়া দেশের অন্যান্য প্রতিষ্ঠানে সরকারি সম্পত্তি রক্ষণাবেক্ষণে সুদৃষ্টি দিতে হবে। শুধু নিয়মকানুন আর নির্দেশনা দিয়েই হবে না, এক্ষেত্রে সরকারি কর্মকর্তা-কর্মচারিদের মানসিকতারও পরিবর্তন জরুরি। মনে রাখতে হবে, সরকারি সম্পদের মালিক এদেশের অপামর জনগণ। এগুলো রক্ষণাবেক্ষণ করতে না পারা ও নষ্ট করার জন্য সুস্পষ্ট জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।