হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা শনিবার সকালে নগরীর কালিবাড়ি রোডস্থ সমাজসেবা কার্যালয়ে উদ্বোধণ করা হয়েছে।
জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আল মামুন তালুকদারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। প্রবেশন কর্মকর্তা সাজ্জাদ পারভেজের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রকিব উদ্দিন পিপিএম, কোতোয়ালি মডেল থানার এসি রাসেল আহমেদ, এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট সুব্রত বিশ্বাস। ৫০দিনব্যাপী কর্মশালায় ৫০জন হিজড়া অংশগ্রহণ করবেন, যাদের কম্পিউটার ও সেলাই কাজের প্রশিক্ষণ দেয়া হবে।