বরিশাল জেলার উজিরপুর উপজেলা সাতলা গ্রামে শুক্রবার বিকেলে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য এবং জাতীয় সংসদের নারী সংসদ সদস্য অ্যাডভোকেট সৈয়দা রুবিনা আক্তার মীরা এবং উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রনতি বিশ্বাস দুটি বাল্য বিবাহ বন্ধ করে দেন।
সূত্রে জানাগেছে, শুক্রবার দুপুরে উজিরপুর উপজেলা সাতলা মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী, সাতলা গ্রামে মোস্তফা হাওলাদারে মেয়ে সুমাইয়া আক্তার (১৩) কে একই এলাকার জাকির বিশ্বাসের ছেলে রেজাউল বিশ্বাসের সাথে বিয়ে দিচ্ছিল। একই সময় উপজেলা সাতলা গ্রামে বিদেশ প্রবাসী আয়ুব আলী বালীর মেয়ে সাদিয়া আক্তার (১৬)কে পার্সবতি আগৈলঝাড়া উপজেলার গৈলা গ্রামের হাকিম আকনের ছেলে আগৈলঝাড়া আমার বাড়ী আমার খামারে রাইটগাট রহমান আকনের সাথে বিয়ে দিচ্ছল।
উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রনতি বিশ্বাস জানান, আমি বাল্য বিবাহের সংবাদ পেয়ে বরিশালের জাতীয় সংসদের নারী সংসদ সদস্য অ্যাডভোকেট সৈয়দা রুবিনা আক্তার মীরা স্যারকে নিয়ে বিয়েবাড়ী গিয়ে বাল্য বিবাহ বন্ধ করে দিয়েছি। মেয়ের ও তাদের অভিভাবকদের কাছ থেকে অঙ্গিকার নিয়েছি ১৮ বছর পূর্ণ না হলে বিয়ে দিবে না।