ইসলামী আন্দোলন বাংলাদেশের মাস ব্যাপী কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে চট্টগ্রামের ১১নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ডে শুক্রবার বাদ জুমা দাওয়াতী কার্যক্রম পরিচালনা এবং সদস্য সংগ্রহ করা হয়েছে। সুশাসন, ন্যায় বিচার ও মানবাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ওই দাওয়াতী কার্যক্রম উপলক্ষ্যে ওইদিন বিকালে এক আলোচনা সভা হালিশহর আই ব্লকের ৬নং লেইনস্থ বায়তুল মোশারফ জামে মসজিদের সামনে সম্পন্ন হয়। সংগঠনের ১১নং ওয়ার্ডের সভাপতি মো. জহিরুল ইসলামের সভাপতিত্বে ওই সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি রাশেদুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. সেলিম, সদস্য কাজী রেজাউল করিম ও নাজিম উদ্দিন প্রমুখ। এ সময় সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।