বগুড়ায় দিনে দুপুরে শ্যালকের স্বরপ্রতিবন্ধি স্ত্রীকে ধর্ষনের অভিযোগে বোরহান আলী (৩০)নামের এক লম্পটকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার ঘটনাটি ঘটেছে শহরের গোয়ালগাড়ী এলাকায়।
আটক বোরহান উদ্দিন জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার বেলঘড়িয়া গ্রামের আবদুল গফুরের ছেলে। বর্তমানে সে শহরের গোয়ালগাড়ী এলাকার শশুরবাড়ী সংলগ্ন ভাড়াবাসায় বস্বাবাস করছে।
পুলিশের একটি দায়িত্বশীল জানায়, ক’বছর আগে বিয়ে করার সুবাদে বোরহান উদ্দিন তার শশুর বাড়ীতে ঘড়জামাই হিসাবে বস্ববাস করতো। বেশ কিছুদিন হলো সে তার স্ত্রী জাহানারাকে নিয়ে পাশ্ববর্তী একটি ভাড়া বাড়ীতে বস্ববাস করা শুরু করে।
শনিবার সকাল আনুমানিক ৮টার দিকে বোরহান উদ্দিন তার শশুরবাড়ীতে যায়। এ সময় ওই বাড়ীতে কেউ না থাকার সুযোগে শ্যালক ওহেদুলের স্বরপ্রতিবন্ধি স্ত্রী আদুরী(২২)কে ঘড়ের মধ্য জরিয়ে ধরে এবং জোর পূর্বক ধর্ষন করে পালিয়ে যায়।
এদিকে ঘটনার পর পর আদুরী বিষয়টি তার নিকট আত্বিয়কে জানায় এবং স্বশরীরে বগুড়া সদর থানায় উপস্থিত হয়ে বোরহানের বিরুদ্ধে ধর্ষনের অভিযোগ করে। পরে তার সুনিদিষ্ট অভিযোগে ভিত্তিতে সদর পুলিশ এলাকায় অভিযান চালিয়ে ধর্ষনের অভিযোগে ভাড়া বাড়ী থেকে বোরহান আলীকে গ্রেপ্তার করে।
বগুড়া সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) মুহাঃ রেজাউল করিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে সংবাদ সংস্থা এফএনএস’কে জানান.ধর্ষিতার লিখিত অভিযোগের ভিত্তিতে ধর্ষনের অভিযোগে বোরহান আলীকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে আটক বোরহান আলী তার বিরুদ্ধে ধর্ষনের সাথে জরিত থাকার কথা স্বিকার করে।
শেষ খবর পর্যন্ত ধর্ষনের শিকার আদুরীকে ডাক্তারী পরীক্ষার জন্য বগুড়া শজিমেক হাসপাতালে প্রেরনের প্রক্রিয়া চলছিল।