তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক অমল কান্তি কর কে লিখিত চিঠি ও সাদা কাপড়ের টুকরো দিয়ে হত্যার হুমকির অভিযোগ পাওয়া গেছে।
শনিবার সকালে এ বিষয়ে তাহিরপুর থানায় একটি সাধারন ডায়েরী(জিডি) করেন অমল কান্তি করের ছোট ভাই দেবল কান্তি কর। থানার সাধারন ডায়েরী নং-৫২৫।
লিখিতভাবে দেওয়া অমল করকে হত্যার হুমকির চিঠির কপিতে লিখা হুবুহুব তুলে ধরা হলÑ অমল কান্তি কর,তুই যদি সাধারন সম্পাদকের চিন্তা মাথা থেকে বাদ না দেছ তাহলে তর সাথে সাথে তর চৌদ্দ গোষ্ঠীর জীবন দিতে হবে। মালাউনের বাচ্ছা আমরা চাই তর মনে যাতে আর কোনদিন সাধারন সম্পাদকের চিন্তা না থাকে। যদি প্রানে বাচতে চাস তাহলে এই চিন্তা বাদ দিয়ে এই দেশ ছাড়। তর তাহিরপুরের বাড়ী ঘর জ¦ালাইয়া ছাই বানাইয়া দিমু। কথাটা হালকাভাবে নিছনা,আমরা কিন্তু সত্যি সত্যি তরে সতর্ক কইরা দিলাম।
ইতি-তর জম আমরা কয়জন
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক শফিকুল ইসলাম বলেন,সাম্প্রদায়িক সম্প্রীতির এ দেশে একজন হিন্দু নেতাকে এভাবে চিঠি দিয়ে হত্যার হুমকির বিষয়টি খুবই নিন্দনীয়। সামনে সম্মেলন তাই হিংসাপরায়ন হয়ে কিছু দুস্কৃতিকারী এমন ঘটনা ঘটাতে পারে। আমরা তাহিরপুর উপজেলা আওয়ামী লীগ এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক অমল কান্তি কর বলেন,তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সম্মেলনকে কেন্দ্র করে কিছু সংখ্যক অনুপ্রবেশকারী ও রক্তচক্ষুহীন ব্যাক্তিরাই আমার বিরুদ্ধে বিভিন্ন কটূক্তি ও অপপ্রচার চালিয়ে আসছে। আমার ধারনা হত্যার হুমকির বিষয় ও ফেইসবুকে লেখালেখি একই পক্ষের কাজ।
সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ মতিউর রহমান বলেন, হত্যার হুমকির বিষয়টি শুনেছি,আমরা এর তীব্র নিন্দা জানাই।