ঝিনাইদহের শৈলকুপার গাবলা গ্রামে এক স্কুল ছাত্রী (১২) ধর্ষনের অভিযোগ উঠেছে। শুক্রবার রাত ১০ টার দিকে এ ঘটনা ঘটে। পরে বাড়ির পাশ্ববর্তি একটি ধান ক্ষেত থেকে মেয়েটিকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মেয়েটি স্থানীয় ভাটই মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী। এদিকে ঘটনার পর থেকেই পলাতক রয়েছে অভিযুক্ত রিফাত (১৭)। সে ওই গ্রামের রুহুল মোল্লার ছেলে। রাতেই এ ঘটনায় রিফাত সহ তিন জনকে আসামি করে মেয়ের বাবা বাদী হয়ে শৈলকুপা থানায় মামলা দায়ের করেছে।
মেয়েটির বাবা মোঃ রাসেল আহাম্মেদ জানান, সন্ধ্যায় সে ও মেয়ের মা পাশের বাড়িতে একটা অনুষ্ঠানে ছিলেন। এরপর সন্ধ্যায় মেয়েটি তাকে ডাকতে যায়। এর কিছুক্ষণ পরে বাড়িতে গিয়ে দেখে মেয়ে ঘরে নেই। অনেক খোঁজাখুঁজির পর চিৎকার শুনে ধান ক্ষেত থেকে মুখ বাধা অবস্থায় তাকে উদ্ধার করে। সেসময় তাদের দেখে পাশের বাড়ির রিফাত সহ কয়েকটা ছেলে পালিয়ে যায়। পরে মেয়েটিকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। রিফাত সহ যারা তার মেয়ের ক্ষতি করলো তাদের কঠোর শাস্তি দাবি করেছেন।
ঝিনাইদহ সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা: নাইম সিদ্দিকী জনান, মেয়েটির সুয়াব সংগ্রহ করা হয়েছে। অন্যান্য পরীক্ষা শেষে বলা যাবে প্রকৃতই সে ধর্ষণ হয়েছে কিনা।
এদিকে শৈলকুপা থানার ওসি তদন্ত মহসিন হোসেন জানান, এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।