নোয়াখালীর সেনবাগে বেসরকারি গার্মেন্টস ব্রান্ড স্পার্ক (ঝচঅজক) এর শো-রুম ও বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে সেনবাগ দক্ষিণ বাজারে কৃষি ব্যাংকের নিচতলায় মনোরম ডেকোরেশনে শিততাপ নিয়ন্ত্রিত ওই শো-রুমটির উদ্বোধন করেন-সেনবাগ উপজেলার পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম কবির এ সময় উপস্থিত ছিলেন সেনবাগ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আমান উল্যা সহ সাংবাদিক, ব্যবসায়ী, রাজনৈতিক নেতা-কর্মী। এ সময় উপস্থিত ছিলেন-শো রুমের স্বত্বাধীকারি আবু ওবায়েদ রনি, ইব্রাহিম আজাদ, আবু সুফিয়ান, ফাহাদ হোসেন। এর আগে মুফতী নুর ইসলামের পরিচালনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শো-রুমের পরিচালক রনি,আজাদ জানান স্পার্ক একটি আন্তর্জাতিক মানের গার্মেন্টস ব্রান্ড, সল্প মুল্যে এখানে কিডস,শিশু, মহিলা ও পুরুষদের গার্মেন্টস পণ্য পাওয়া যাবে।