নোয়াখালীর সেনবাগ উপজেলার কাদরা ইউনিয়নের জিরুয়া গ্রামের পাগলা কুকুরের কামড়ে ১০ জন আহত হয়েছেন। শুক্রবার ১৫ নভেম্বর ভোর থেকে সকাল ১০ পর্যন্ত জিরুয়া গ্রামে ওই ঘটনা ঘটে। আহতদের মধ্যে অনেককে সেনবাগ সরকারী হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
জানাগেছে, শুক্রবার ভোর থেকে একটি পাগলা কুকুর জিরুয়া গ্রামের উত্তর পূর্ব পাড়া এলাকায় হঠাৎ একটি পাগলা কুকুর মানুষকে পিছন থেকে অর্তকিত এসে কামড় দিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে। এভাবে একে একে ১০ জনকে কামড়িয়ে আহত করে। পরে এলাকাবাসী কুকুরটি মারার চেষ্টা করে।
আহতরা হচ্ছে আলতু মুন্সী বাড়ীর ফকির আহম্মেদের স্ত্রী নুর জাহান, আকবর মেম্বার বাড়ীর আবুল কালামের স্ত্রী সেতারা বেগম, আবদুল হালিমের স্ত্রী বিবি ফাতেমা, জাহাঙ্গীরের স্ত্রী রুপা, দক্ষিন পাড়া ইউনুছ ডিলার বাড়ীর বাহার মিয়ার পুত্র জিহাদ, আবু তাহেরের মেয়ে সায়মা, নুরুল ইসলামের মেয়ে মনি বেগম, আলতু মুন্সী বাড়ীর আবু তাহেরে মেয়ে আয়রিন সহ ১০জন ।
এ ব্যাপারে সেনবাগ উপজেলা সরকারী স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডাঃ মোঃ রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কুকুরের কামড়ে আহত ৩ জনকে হাসপাতাল থেকে চিকিৎসা দেওয়া হয়েছে।