বাগেরহাটের চিতলমারী উপজেলার কলাতলা ইউনিয়নের শুকুরের বাজারে বিরোধপুর্ন জায়গায় দোকান ঘর তোলাকে কেন্দ্রকরে ১৪ নভেম্বর (বৃহস্পতিবার) দুইপক্ষের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছে। বাদীপক্ষের বক্তব্য বিরোধপুর্ন জায়গায় আদালতের ১৪৪ ধারা জারি থাকাসত্বেও বিবাদীরা জোর করে ঘরতুলতে চেস্টা করছে।
অপরদিকে বিবাদী পক্ষের লোকজন জানান, এটা সরকারী খাস খতিয়ানের সম্পত্তি। এখানে ১৪৪ ধারা জারি করে আমাদের হয়রানি করার পাঁয়তার করছে।
অপরদিকে বাদীপক্ষের জাহাতাব মোল্লা ও অসীম খান জানান, মামলায় উল্লেখিত জায়গাটি তাদের পুর্ব পুরুষের ওয়ারেশ সূত্রে ভোগ-দখল করে আসছে, কিন্তু স্থানীয় শাহাদাৎ শেখের ছেলে সাবু শেখ গং ওই জায়গায় ইতিপুর্বে জোর করে ঘর তোলে। ফলে আদালতের সরনাপন্ন হলে আদালত সেখানে ১৪৪ধারা জারি করে।এ আদেশ উপেক্ষা করে বিবাদীরা জোর করে ঘরতুলতে চেস্টা করছে।
বিবাদীপক্ষের মোঃ সাবু শেখ জানান, আমি অন্যায় ভাবে কোন জায়গা দখল করিনি বরং বাদীপক্ষ সরকারী জায়গায় অবস্থিত আমার দোকান ঘরটি ভেঙে দিয়েছে। আমি সেটা পুণরায় মেরামতের চেস্টা করছি। ১৪৪ধারা ভঙ্গ করার কোন প্রশ্নই আসেনা, তাছাড়া এটা মালিকানা সম্পত্তি নয়।
এব্যপারে চিতলমারী থানার অফিসার ইনচার্জ মীর শরিফুল হক জানান, শান্তিশৃঙ্খলা রক্ষার্থে ওই এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। আমার জানামতে বিরোধীয় জায়গাটি সরকারি। আর সরকারী জায়গায় ১৪৪ ধারা জারি হয়না। বিষয়টি সম্পর্কে ইউএনও সাহেবও অবহিত আছেন।
উক্ত নালিশী সম্পত্তির পরিচয়; বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার কলাতলা মৌজার-এসএ-৮খতিয়ানের ১৬দাগএবং বিআর-এস ১৪ খতিয়ানের ১৭দাগের ০.০৬ শতকের মধ্যে-০.০২শতক বলে মামলার বাদী উল্লেখ করেন।