জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক বাগেরহাট জেলার সর্বোচ্চ আয়কর প্রদানকারী হিসেবে আবারো সেরা তরুন আয়কর দাতা সম্মাননা পেলেন চিতলমারী উপজেলার বিশিষ্ঠ ব্যবসায়ীও ঠিকাদার প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারি এখলাছুর রহমান।
তিনি ১৩ নভেম্বর ২০১৯ সালের জন্য পুনরায় এ সম্মাননায় ভূষিত হলেন।
এখলাছুর রহমান চিতলমারী উপজেলার কলাতলা ইউনিয়নের চরচিংগুড়ী গ্রামের অধিবাসি।
এ উপলক্ষে বুধবার সকালে জাতীয় রাজস্ব বোর্ড ( এনবিআর) কর্তৃক এক আনুষ্ঠিকতার মধ্যদিয়ে খুলনার সিটি মেয়র তালুকদার আবদুল খালেক সহ নেতৃবৃন্দ এখলাছুর রহমানের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
এব্যপারে এখলাচুর রহমানের অনুভূতি জানতে চাইলে তিনি বলেন, যেহেতু আমি একজন ব্যবসায়ী সেহেতু আমার নৈতিক দায়িত্ব হবে আয়কর প্রদান করা। আমি আয়কর প্রদান করে যে সম্মাননায় পাওয়ায় সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
প্রসঙ্গত: এখলাছুর রহমান ২০১৮ সালেও জেলার সেরা আয়কর দাতা নির্বাচিত হন।