সুনামগঞ্জ -১ আসনের সাংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন বলেছেন, মাদককে না বলব,খেলাধুলাকে স্বাগত জানাব। খেলাধুলা যুব সমাজকে মাদক থেকে দূর করে বিপথগামী হওয়া থেকে রক্ষা করে। যুব সমাজকে যদি আমরা ক্রীড়ার সঙ্গে সম্পৃক্ত করতে পারি, তাহলে সহজেই সমাজে একে অপরের সাথে সম্প্রীতি সৃষ্টি হবে। সেই সাথে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা ও জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়তে যুব সমাজ অগ্রণী ভুমিকা পালন করতে পারবে।
শুক্রবার বিকেল সাড়ে ৩টায় তাহিরপুর উপজেলার বাদাঘাট খেলার মাঠে জাকির ফাউন্ডেশন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার শুভ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে উপর্যুক্ত কথাগুলো বলেন এমপি মোয়াজ্জেম হোসেন রতন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামিলীগ সহ সভাপতি মোশাররফ হোসেন, বাদাঘাট ইউনিয়ন আওয়ামী লীগ আহ্বায়ক জুনাব আলী,বাদাঘাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আফতাব উদ্দিন, তাহিরপুর উপজেলা যুবলীগ যুগ্ম আহ্বায়ক রায়হান উদ্দিন রিপন, উত্তর বড়দল ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক আবুল কালাম,আওয়ামীলীগ নেতা মাসুক মিয়া প্রমুখ।