‘সবাই মিলে দিব কর, দেশ হবে স্বর্নিভর’ এ শ্লোগানে শেরপুরে চার দিনব্যাপী আয়কর মেলা শুরু হয়েছে। শুক্রবার (১৫ নভেম্বর) সকালে জেলা আয়কর অফিস প্রাঙ্গনে এ মেলার উদ্বোধন করেন স্থানীয় সরকারের উপ-পরিচালক এটিএম জিয়াউল ইসলাম।
শেরপুর কর অঞ্চলের সহকারি কর কমিশনার এমদাদুল হক খানের সভাপতিত্বে মেলায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ছারোয়ার জাহান, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, জেলার সর্বোচ্চ করদাতা ইলিয়াছ উদ্দিন, দ্বিতীয় সর্বোচ্চ করদাতা সাদিউজ্জামান সাদী, জেলা আয়কর সমিতির সভাপতি আবদুল হাকিম ফকির, বিএমএ’র কাউন্সিলর শারমিন রহমান অমি প্রমুখ। আলোচনা শেষে মেলা প্রাঙ্গনে কর কর্মকর্তাদের সহযোগিতায় করদাতার তাদের আয়কর রির্টান দাখিল করেন।