‘পরিচ্ছন্ন বাংলাদেশের স্বপ্ন’-এ শ্লোগানকে সামনে রেখে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন নকলার উদ্যোগে শেরপুরের নকলায় পরিস্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পরিচালনা করা হয়েছে। শুক্রবার (১৫ নভেম্বর) সকালে সোমাইয়া প্লাজার সামনে ও এর আশপাশ এলাকায় এ কর্মসূচি পরিচালনা করা হয়।
বিডি ক্লিন নকলা’র উদ্যোগে সাপ্তাহিক কর্মসূচির এ পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের অংশ নেন- বিডি ক্লিন নকলার সমন্বয়ক আব্দুল্লাহ আল আমিন, সহ-সমন্বয়ক আসাদুজ্জামান সৌরভ, উপ-সমন্বয়ক মিডিয়া নাসির উদ্দিন, রাজিব, উপদেষ্টা মো. মোশারফ হোসাইন ও নূর হোসেন; সদস্য জাহাঙ্গীর রউফ শিবলু, টুটুল, আতিকুর রহমান, রাজু আহমেদ, বায়েজিদ বোস্তামি, ফোয়াদ মোন্তাসির ফাহিম, মমিন সরকার, আরাফাত, মোকছেদুল ইসলাম ও ইমতিয়াজ আহমেদ, খালিদ আহম্মেদ পলকসহ বিডি ক্লিন নকলার শুভাকাঙ্খিসহ বিভিন্ন স্কুল, কলেজ, মাদরাসার শিক্ষার্থী ও বিডি ক্লিন নকলা’র অন্যান্য সদস্যরা।
বিডি ক্লিন নকলার সমন্বয়ক আব্দুল্লাহ আল আমিন বলেন, ‘পরিচ্ছন্ন বাংলাদেশের স্বপ্ন’ এ শ্লোগানকে মনে প্রাণে ধারন করে, চাইলে যে কোন বয়সের যেকেউ স্বেচ্ছায় স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন’র গর্বিত সদস্য হতে পারেন। আমরা নিজে থেকে স্বোচ্ছাশ্রমে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছি। আমরা সবাই নিজের আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে কোন একদিন সারাদেশ পরিস্কার হয়ে যাবে।