নেত্রকোনার দুর্গাপুর যুবলীগ কর্মীদের উপর হামলার প্রতিবাদে দেয়ালে দেয়ালে পোস্টার লাগিয়ে বিক্ষোভ জানাচ্ছেন উপজেলার যুবলীগ নেতাকর্মীরা। ১১ নভেম্বর যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে যোগদিতে গিয়ে হামলার শিকার হন উপজেলার যুবলীগ কর্মীরা। হামলাকারীদের দৃষ্টান্তমূল বিচারের দাবীতে যুবলীগের নেতাকর্মীরা শুত্রুবার সকাল থেকেই উপজেলার সর্বত্র এই পোষ্টার লাগাতে দেখা যায়। এই ঘটনায় দুর্গাপুর থানায় একটি মামলাও হয়েছে।
আহত যুবলীগ কর্মীদের সূত্রে জানা যায়,১১ নভেম্বর দুপুরে দুর্গাপুর উপজেলা যুবলীগের আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে যোগদিতে উপজেলার বিভিন্ন স্থান থেকে যুবলীগ নেতা-কর্মীরা আসে। কিন্তু পথে পৌর শহরের কাচারিমোড় ও দক্ষিণপাড়া মোড় এলাকায় বেশকিছু সন্ত্রাসী যুবলীগ কর্মীদের আটকে দেশীয় অস্ত্র ও লাঠিসোটা দিয়ে পিটিয়ে আহত করে। এতে প্রায় ২৫-৩০ জন যুবলীগ কর্মী আহত হয়। এদের মাঝে গুরুতর আহত অবস্থায় উপজেলা যুবলীগ সংগঠনিক সম্পাদক আকরাম আলী মন্ডল(৪০), উপজেলা যুবলীগ সংস্কৃতি বিষয়ক সম্পাদক আল আমিন (২৮), যুবলীগ কর্মী মনু মিয়া (৩৫),যুবলীগ কর্মী আবুল কায়ুইম (১৭) কে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সে ভর্তি হয়। এছাড়াও নেত্রকোনা আধুনিক হাসপাতালে ১ জন ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ৬ জন ভর্তি করা হয় বলে জানা যায়। এই ঘটনায় গত ১৩ নভেম্বর রাতে স্বপন তালুকদার, জুয়েল তালুকদার, আলম তালুকদার সহ ১৬ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ২০-২৫ জনকে আসামি করে যুবলীগ কর্মী আবুল হোসেন দুর্গাপুর থানায় একটি মামলা দায়ের করেন। ইতোমধ্যে মামলার ১০ নাম্বার আসামি নাজমুল হাসান(৩৮)কে আটক করেছে পুলিশ। উপজেলা যুবলীগ সভাপতি আবদুল হান্নান জানান, প্রতিষ্ঠাবার্ষিকীর দিন এমন একটি ঘটনা আমাদের খুবই মর্মাহত করেছে আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এই ঘটনার সাথে সম্পৃক্ত সকলকে গ্রেফতার করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। এ ব্যাপারে দুর্গাপুর থানার ওসি মিজানুর রহমান জানান, আমারা ইতোমধ্যে একজনকে আটক করেছি। আর বাকীদের গ্রেফতারের চেস্টা চলছে।