পিয়াজের ঝাঁঝে চোঁখে অন্ধকার দেখছে সাধারণ ক্রেতারা। লাগামীহীন পিয়াজের দাম বেড়ে যাওয়ায় ব্যাবসায়ী ও সাধারণ ক্রেতারা দুষছেন সরকারকে। গত বৃস্পতিবার ঝিনাইদহের কাঁচা বাজারে পিয়াজের খুচরা মূল্য ছিলো প্রতিকেজি ১৮০ থেকে ১৮৫ টাকা। একদিনের ব্যবধানে শুক্রবার জেলার কয়েকটি কাঁচা বাজার ঘুরে দেখা গেছে তা বেড়ে হয়েছে প্রতি কেজি পেয়াজ ২৩৫ টাকা থেকে ২৪০ টাকা।
ঝিনাইদহের কোটচাঁদপুর বাজারের কাঁচা মাল ব্যবসায়ী উৎপল এপ্রতিবেদককে বলেন, আমি বাজারে একজন বড় খুচরা কাঁচা মাল ব্যবসায়ী। অথচ আমার দোকানে সব ধরনের কাঁচা মাল থাকলেও পিয়াজ আছে মাত্র ১৫ থেকে ২০ কেজি। অন্যান্য সময় পিয়াজ থাকতো ১৪ থেকে ১৫ মণ। এখন পিয়াজ আড়তেও পাওয়া যাচ্ছে না। আর অল্প কিছু পেলেও পাইকারী দাম পড়ছে ২১৫ থেকে ২২০ টাকা। খরিদ্দার ঠেকানোর জন্য দাম বেশী হলেও সামান্য কিছু পিয়াজ রাখতে হচ্ছে।
পাশের দোকানদার বাহাজে¦ল হোসেন বলেন, আমার দোকানে একেবাই পিয়াজ নাই। আড়তে না থাকায় পিয়াজ অনেকেই দোকানে রাখতে পারিনী। তাছাড়া কোন না কোন দোকানদারের সাথে পিয়াজের দাম নিয়ে ক্রেতাদের ঝুড়-ঝামেলা হচ্ছে প্রতি নিয়ত।
আরেক কাঁচা মাল ব্যবসায়ী শহিদুল ইসলাম বলেন, আমরা যেভাবে পাইকারী দামে পিয়াজসহ অন্যান্য কাঁচা সব্জি কিনে নিয়ে আসি তার থেকে সামান্য কিছু বেশী দরে খুচরা বাজারে বিক্রি করি। অথচ কয়েক দিন আগে পিয়াজ সংক্রান্ত বিয়য়ে কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাইল কোর্ট বসিয়ে কাঁচা বাজারের সাধারণ ব্যবসায়ীদেরকে অর্থ দ- করেছেন। যা ব্যবসায়ীদের অনেক কষ্টে পরিশোধ করতে হয়েছে। তিনি মনে করেন- বড় বড় রাঘব বোয়াল ব্যবসায়ীরা পিয়াজ গুদামজাত করে সংকটের সৃষ্টি করেছে। নয়তো পিয়াজ ঘটতি থাকলেও পিয়াজের দাম এত বাড়ার কথা নয়। শহিদুল ইসলাম বলেন- এ সকল জায়গায় হাত না দিয়ে আমাদের মত দৈনিন্দন খুচরা ব্যাবসীদের উপর যত জুলুম।
কথা হয় ওই কাঁচা বাজারে ফিরোজ আহম্মেদের সাথে, তিনি বাসার জন্য কিনতে সব্জি বাজারে এসেছেন। তিনি বলেন- বাসা থেকে দেয়া লিষ্টে রয়েছে পিয়াজের নাম। যে কারণে অন্যান্য সব্জি’র পাশাপাশি অসহনীয় দামের পিয়াজ কিনতে হলো। যেহেতু আমরা তরকারীতে পিয়াজ খেতে অভ্যস্থ। তিনি বলেন, এতদিন এভাবে লাগামহীন পিয়াজের দাম বেড়ে চললেও সরকার এলাগাম টেনে ধরতে একেবারেই ব্যর্থতার পরিচয় দিয়েছে। আর তার খেসারত দিতে হচ্ছে আমাদের মত সাধারণ মানুষের।